ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

১৭৯ আরোহী নিয়ে দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার প্লেন!

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
১৭৯ আরোহী নিয়ে দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার প্লেন! দুর্ঘটনায় পড়া এয়ার ইন্ডিয়ার প্লেনটি ঘিরে ফায়ার সার্ভিস কর্মীরা

১৭৯ আরোহী নিয়ে সুইডেনের স্টকহোম আরলান্ডা বিমানবন্দরে দুর্ঘটনায় পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় পুলিশ জানায়, প্লেনটির ডানা বিমানবন্দরের পাশের একটি ভবনকে আঘাত করে। এরপর প্লেনটির আরোহীদের জরুরি নির্গমন পথ দিয়ে বের করে আনা হয়।

 

প্রাথমিক দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পর প্লেনটিকে বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালে দেখা যায়।  

স্থানীয় সময় বুধবার (২৮ নভেম্বর) বিকেল পৌনে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্লেনটি ঘিরে রেখে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।