ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

নতুন বছরে বাড়বে ইউএস-বাংলার আন্তর্জাতিক রুট 

তামিম মজিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
নতুন বছরে বাড়বে ইউএস-বাংলার আন্তর্জাতিক রুট  কুয়ালালামপুরে সংবাদকর্মীদের সঙ্গে ইউএস-বাংলার কর্মকর্তাদের মতবিনিময়

কুয়ালালামপুর (মালয়েশিয়া) থেকে: আগামী বছরের শুরুতে নতুন তিনটি আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা করছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। এছাড়া ডিসেম্বর ও ২০১৯ সালের জানুয়ারিতে আরো তিনটি এয়ারক্রাফটও যুক্ত হচ্ছে বহরে। সবমিলিয়ে আগামী বছর ১২টি এয়ারক্রাফট নিয়ে যাত্রীদের সর্বাধুনিক যাত্রীসেবা দিতে প্রস্তুত ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

শনিবার (১৭ নভেম্বর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের কুয়ালালামপুর অফিসে দেশটিতে ভ্রমণরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ ও মার্কেটিং) কামরুল ইসলাম এ তথ্য জানান।  

কামরুল ইসলাম বলেন, ২০১৪ সালে যশোরে ফ্লাইট চালুর মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

গত চার বছরে ৫১ হাজার ফ্লাইট পরিচালনা করেছে সংস্থাটি। ৬ ডিসেম্বর থেকে চীনের জুয়াংজু রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে। চায়না সিভিল এভিয়েশনের অনুমতি ইতোমধ্যে পাওয়া গেছে।  

‘ডিসেম্বরই ইউএস-বাংলার বহরে সবশেষ প্রযুক্তির প্লেন ৭৩৭-৮০০ বোয়িং যুক্ত হবে। পরে মার্চের মধ্যে আরও দু’টি যোগ হবে। তখন মোট প্লেন হবে ১২টি। ’ 

কামরুল ইসলাম বলেন, বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। আগামী বছরে আন্তর্জাতিক রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রুটগুলো হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও ভারতের চেন্নাই।  

বেসরকারি এ সংস্থার জিএম বলেন, নেপাল দুর্ঘটনার প্রতিবেদন পেলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। দুঃসময়েও যাত্রীরা আমাদের পাশে ছিলেন, বর্তমানেও যাত্রীরা আস্থা রেখেছেন। তাই আগামীতেও পাশে থাকবেন।  

এসময় উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহকারী মার্কেটিং ইনচার্জ শহিদুল ইসলাম, এক্সিকিউটিভ মুশফিকুর রহমান, মালয়েশিয়া অফিসের অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট আতিকুল ইসলাম ও জুনিয়র এক্সিকিউটিভ নাবিলা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।