ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বুধবার থেকে বিমানের কার্গো পরিবহন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
বুধবার থেকে বিমানের কার্গো পরিবহন শুরু বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ‘এয়ার কার্গো সিকিউরিটি-৩’ (এসিসি-৩) সনদ পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-লন্ডন রুটের সরাসরি কার্গো পরিবহন শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৩ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (১৪ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে বিজি০০১ ফ্লাইটযোগে ঢাকা থেকে লন্ডনে সরাসরি কার্গো পরিবহন শুরু হবে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়ন এবং ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টেশন ইউকে কার্গো পরিবহনের নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এসিসি-৩ সনদ নবায়ন না হওয়ায় যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে পারছিল না বিমান।

পরে সোমবার (১২ মার্চ) রাতে যুক্তরাজ্যের ডডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট থেকে সনদ পাওয়ায় বুধবার থেকে কার্গো পরিবহন শুরু করবে প্রতিষ্ঠারটি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসআইজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।