ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারের বহরে যুক্ত হলো ৫ম এটিআর

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
নভোএয়ারের বহরে যুক্ত হলো ৫ম এটিআর

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ারের বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ। ৬৮টি আসনবিশিষ্ট এ উড়োজাহাজের মাধ্যমে নভোএয়ারের বহরে উড়োজাহাজের সংখ্যা পাঁচে উন্নীত হলো।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  

এ সময় নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলমসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন উড়োজাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে নভোএয়ার। এছাড়াও আঞ্চলিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি, কক্সবাজার ৩টি, যশোর ৩টি, সিলেট ১টি, সৈয়দপুর ৩টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।