ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ইউনাইটেডের সব ফ্লাইট গ্রাউন্ডেড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ইউনাইটেডের সব ফ্লাইট গ্রাউন্ডেড

ঢাকা: ইউনাইটেড এয়ারওয়েজের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট গ্রাউন্ডেড (বন্ধ) রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি জানার পর যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়, মাত্র দু’টি প্লেন দিয়ে সব ফ্লাইট চালাতে হিমশিম খাচ্ছিলো ইউনাইটেড।



গত ১২ জানুয়ারি মালয়েশিয়া যাওয়ার পথে ক্রটি ধরা পড়ায় একটি প্লেন ঢাকায় ফিরতে বাধ্য হয়। তারপর থেকেই এয়ারলাইন্সটির সব ফ্লাইট বন্ধ আছে।

১৫ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে পারে।

অগ্রীয় টিকিট যারা কিনেছেন তাদের এয়ারলাইন্সটির সেলস সেন্টার থেকে অর্থ ফেরত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।