ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি ইউএস-বাংলার

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি ইউএস-বাংলার

ঢাকা: বেসরকারি খাতের অন্যতম শীর্ষ বিমান পরিচালনা কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি লাভ করেছে।

গত ৭ জুলাই’২০১৫ ইং তারিখে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে এক পত্রে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছে।



অভ্যন্তরীণ রুটে ২০১৪ সালের শ্রেষ্ঠ এয়ারলাইন্স পুরস্কার প্রাপ্ত এবং বাংলাদেশের একমাত্র ISO-৯০০১-২০০৮ সার্টিফিকেট প্রাপ্ত ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সবগুলি এয়ারক্রাফ্টই কানাডার Bombardier তৈরি ৭৬ আসনের সর্বাধুনিক DASH-8-Q400 এয়ারক্রাফ্ট।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সটি অভ্যন্তরীণ রুটে সর্বাধিক ফ্লাইটসহ সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহন করছে। চলতি বছরের মধ্যেই নেপাল, ভুটান, কলকাতা, কুয়ালালামপুর, সিংগাপুর, ব্যাংকক, আবুধাবি, দোহা, মাসকাট, জেদ্দাসহ অন্যান্য গন্তব্যে ফ্লাইট পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।