ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বরিশালে অবতরণ করতে পারেনি বিমানের ফ্লাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
বরিশালে অবতরণ করতে পারেনি বিমানের ফ্লাইট

বরিশাল: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ঢাকা থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রীবাহী উড়োজাহাজ। পরপর বেশ কয়েকবার অবতরণের চেষ্টা ব্যর্থ হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায় এ উড়োজাহাজটি।



বাংলাদেশ বিমানের বরিশাল অফিস সূত্র জানায়, বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে ৭১ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি।

বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উড়োজাহাজটি অবতরণ করতে ব্যর্থ হয়।

বরিশাল বিমান বন্দরের ম্যানেজার হানিফ গাজী বাংলানিউজকে জানান, অবতরণ করতে না পেরে আকাশ থেকেই ঢাকায় ফিরে যায় উড়োজাহাজটি।

বাংলাদেশ বিমানের বরিশাল অফিসের ব্যবস্থাপক খলিলুর রহমান জানান, ঢাকা থেকে আসা বিমানের ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছিল। ফিরতি ফ্লাইটে ৩৬ জন যাত্রী ঢাকায় যাওয়ার কথা ছিল।

যাত্রা বাতিল হওয়ায় ৩৬ জন যাত্রীর টিকেট ফেরত নেওয়া হবে বলে জানান তিনি।

সপ্তাহের রোববার ও বুধবার ঢাকা-বরিশাল রুটে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।