ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বরিশাল-রাজশাহীতে ফ্লাইট চালু করছে ইউএস বাংলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
বরিশাল-রাজশাহীতে ফ্লাইট চালু করছে ইউএস বাংলা ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১০ জুলাই থেকে বরিশাল-ঢাকা রুটে এবং ১১ জুলাই থেকে রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট চালু করছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স।

রোববার (০৫ জুলাই’২০১৫) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।



এ সময় এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে চারটি এবং ঢাকা রাজশাহী রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ দু’টি রুটে বর্ধিত ফ্লাইট পরিচালনার পরিকল্পনাও আমাদের রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এসকেএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।