ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ওসমানীতে উড়লো আন্তর্জাতিক ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
ওসমানীতে উড়লো আন্তর্জাতিক ফ্লাইট

সিলেট: দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) বিকেল ৫টা ১৮ মিনিটে দুবাই থেকে ১৩২ জন যাত্রী নিয়ে ‘ফ্লাই দুবাই’ এর একটি উড়োজাহাজ ওসমানীতে অবতরণ করে।


 
এই ফ্লাইট চলাচলের মধ্য দিয়ে বিমানবন্দরটিতে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা শুরু হলো।

ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইনসের ৮০০ সিরিজের বোয়িং ৭৩৭ প্লেনের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকেই জ্বালানি সংগ্রহ করে আবার যাত্রা শুরু করে।  

সিলেট থেকে দুবাইগামী উড়োজাহাজে ১৬২টি আসন রয়েছে। এরমধ্যে ১২টি বিজনেস ও ১৫০টি ইকোনমি ক্লাসের।

এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাভিয়েশন ম্যানেজার হাফিজ আহমদ বাংলানিউজকে জানান, ফ্লাই দুবাই ওসমানী থেকে জ্বালানি সংগ্রহ করে সন্ধ্যা ৬টার দিকে ১৬০ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে গেছে।

১৯৯৮ সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলেও অভ্যন্তরীণ জ্বালানি ব্যবস্থা না থাকায় এখান থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু সম্ভব হয়নি।

১৭ বছর পর চলতি বছরের ২৪ মার্চ থেকে ওসমানী বিমানবন্দরে পরীক্ষামূলক জ্বালানি কার্যক্রম শুরু হয়। আর এরই পরিপ্রেক্ষিতে বুধবার সিলেট থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।