ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানে বাংলালিংকের এসএমএস সার্ভিস

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
বিমানে বাংলালিংকের এসএমএস সার্ভিস

ঢাকা: যাত্রীদের দ্রুত বিভিন্ন তথ্য সরবরাহ করতে এসএমএস (ক্ষুদে বার্তা) সার্ভিস চালু করেছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বেসরকারি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বাংলালিংক এসএমএস গেটওয়ে’র মাধ্যমে এ সেবাটি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।



এরইমধ্যে দুইপক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সংস্থাটির সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, যাত্রীদের  স্বল্প সময়ের মধ্যে দ্রুত বিমান সম্পর্কিত তথ্য দিতে মঙ্গলবার (০২ ডিসেম্বর) থেকে এসএমএস সার্ভিস চালু করা হয়েছে। এর মধ্য দিয়ে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল বিমান।

এই এসএমএস-এর মাধ্যমে যাত্রীদের ফ্লাইট শিডিউল পবিবর্তনসহ বিভিন্ন তথ্য জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএমএস-এর মাধ্যমে আগাম তথ্য পাওয়ায় যাত্রীদের বিড়ম্বনা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।