ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বুদাপেস্টে ফ্লাইট শুরু করেছে এমিরেটস্

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
বুদাপেস্টে ফ্লাইট শুরু করেছে এমিরেটস্ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এমিরেটস্ এয়ারলাইন ২৭ অক্টোবর থেকে মধ্য ইউরোপে হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টে দৈনিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

এমিরেটস্ এর সুপরিসর এয়ারবাস এ৩৩০-২০০ চলাচল করছে দুবাই-বুদাপেস্ট রুটে।

উড়োজাহাটির বিজনেস শ্রেণীতে ২৭টি ও ইকোনমি শ্রেণীতে ২৫১টি আসন রয়েছে। উপরন্তু উড়োজাহাজটি তার বেলিহোল্ডে ১২ টন পর্যন্ত মালামাল পরিবহন করতে সক্ষম।

এমিরেটস্ এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা থিয়েরি এন্টিনোরি জানান, নতুন ফ্লাইটটি চালুর ফলে হাঙ্গেরীর যাত্রীরা ভায়া দুবাই দূরপ্রাচ্য, অস্ট্রেলিয়া, পশ্চিম আফ্রিকা ও মধ্যপ্রাচের ৬০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাবেন। এর ফলশ্রুতিতে হাঙ্গেরীর পর্যটন ও ক্রজ শিল্পও সমৃদ্ধ হবে।

বিভিন্ন বিশ্ব ঐতিহ্য স্থাপনা, দারুণ শপিং অভিজ্ঞতার জন্য বিখ্যাত ইউরোপের অন্যতম সুন্দর এ দেশটিতে বছরে ৩৪ লাখ পর্যটকের আগমন ঘটে।

ফ্লাইট শুরুর ঘটনাকে কেন্দ্র করে ২৮ সেপ্টেম্বর বুদাপেস্টে একটি গ্রাহক যোগাযোগ কেন্দ্রও উদ্বোধন করা হয়েছে, যেখানে প্রায় ৩০০ স্থানীয় লোকের কর্মসংস্থান ঘটেছে। এমিরেটস্ বর্তমানে হাঙ্গেরীর ৯ জন পাইলট ও ১২৪ জন কেবিন ক্রু কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়:  ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।