ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু ২৮ অক্টোবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু ২৮ অক্টোবর

ঢাকা: আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ফ্লাইট চালুর প্রথম সাতদিন সপ্তাহে প্রতিদিন এ রুটে ফ্লাইট থাকবে।

এরপর থেকে সপ্তাহে চারদিন ইউএস-বাংলার ফ্লাইটে ঢাকা যাওয়া আসা করতে পারবেন যাত্রীরা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মতবিনিময় সভায় এমনটি জানানো হয়।

ঢাকা-সিলেট-ঢাকা রুটে ফ্লাইট চালু উপলক্ষে বুধবার দুপুরে নগরীর একটি হোটেলের বলরুমে সিলেটের বিশিষ্টজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক শাহজাহান সাজিদুর ও হেড অব সেলস শফিকুল ইসলাম প্রমুখ।

মতবিনিময়কালে ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের আকাশপথ বিদেশি এয়ারলাইন্সগুলো দখল করে রয়েছে। আমাদের
নিজেদের কোনো প্রতিষ্ঠান এ ব্যবসায় দাঁড়াতে পারছে না। বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র ইউএস-বাংলা এয়ারলাইন্সই
একক মালিকানাধীন। ফলে এখানে মালিকানা নিয়ে ঝামেলা হওয়ার শঙ্কা নেই।

তিনি বলেন, ১ জুলাই থেকে আমরা ফ্লাইট চালু করেছি। সিলেটের প্রবাসীদের কথা চিন্তা করে ২৮ অক্টোবর থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ফ্লাইট শুরু হচ্ছে।
আগামী ৩ মাসের মধ্যে আমরা আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করবো।

আবদুল্লাহ আল মামুন আরও বলেন, যাত্রীরা আমাদের অতিথি। তাই অতিথিদের যাতে কোনো সমস্যা না হয় এ ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকবো। কেবল
আবহাওয়াজনিত সমস্যা ও বিমানবন্দরে ভিভিআইপিদের আগমন ছাড়া আমাদের ফ্লাইট কখনোই বিলম্ব বা বাতিল হবে না। যথাসময়ে যাওয়া আসা করবে। আমরা যাত্রীদের নিরাপত্তা ও আরামপ্রদ ভ্রমণ নিশ্চিত করতে চাই।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।