ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

সৈয়দপুর-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
সৈয়দপুর-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চালু

নীলফামারী: সৈয়দপুর-ঢাকা আকাশপথে চালু হলো ৭৬ আসন বিশিষ্ট ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট।

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ উড়োজাহাজের ফ্লাইট চালু হয়।


 
সপ্তাহে চারদিন (শনিবার, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ও বেলা সোয়া ১১টায় সৈয়দপুর থেকে ছেড়ে যাবে বেসরকারি এই উড়োজাহাজটি। এছাড়া বিমানবন্দর থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য এদের রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা।
 
ইউএস-বাংলা বিমানের স্থানীয় এজেন্ট ইকু ট্রাভেলসের সত্ত্বাধিকারী তারিকুল ইসলাম তারিক জানান, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর থেকে বিমানের যাত্রী আনা ও পৌঁছে দেওয়ার জন্য এই এয়ারলাইন্সের দু’টি নিজস্ব পরিবহন রয়েছে।
 
এই রুটে অন্য এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ সপ্তাহে চারদিন চলাচল করে আসছে। ইউএস-বাংলা উদ্বোধনের মধ্য দিয়ে আরেকটি বিমান সংযোজন হলো রুটটিতে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।