ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

মধ্যপ্রাচ্যে এমিরেটসের আরো ২৮ ফ্লাইট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
মধ্যপ্রাচ্যে এমিরেটসের আরো ২৮ ফ্লাইট

ঢাকা: মধ্যপ্রাচ্যের চারটি গুরুত্বপূর্ণ গন্তব্য দোহা, কাতার, বাহরাইন ও মাসকাটে আগামী ১ ডিসেম্বর থেকে দৈনিক একটি করে ফ্লাইট বৃদ্ধি করছে এমিরেটস্।

১ ডিসেম্বর থেকে কুয়েতে সপ্তাহে ৪২টি, বাহরাইনে ২৮টি এবং মাসকাটে ২১টি ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস্।

এর ফলে জিএমইআই অঞ্চলে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা দাঁড়াবে ২৭৬টি।

এদিকে, কাতারের রাজধানীতে আরো সাতটি ফ্লাইট চালু হবে। এতে করে এমিরেটস্ নেটওয়ার্কে দোহায় সর্বাধিক ৪৯টি ফ্লাইট চলাচল করবে। ফ্লাইট সংখ্যার হিসাবে এরপরেই থাকবে ব্যাংকক, সিঙ্গাপুর ও লন্ডন হিথ্রো।

১ ডিসেম্বর থেকে কুয়েতে সপ্তাহে ৪২টি, বাহরাইনে ২৮টি এবং মাসকাটে ২১টি ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস্।
এমিরেটস্ গাল্‌ফ, মধ্যপ্রাচ্য ও ইরান (জিএমইআই) অঞ্চলে অন্য যে সব গন্তব্যে চলাচল করে, সেগুলো হলো- সৌদি আরব, ইরাক, ইরান, জর্ডান, লেবানন ও ইয়েমেন।
এ সব রুটে বোয়িং ও এয়ারবাসের সমন্বয়ে ফ্লাইট পরিচালিত হয়। এমিরেটস্ ফ্ল্যাগশিপ উড়োজাহাজ এয়ারবাস এ৩৮০ বর্তমানে জেদ্দায় চলাচল করছে। তবে ১৬ জুলাই থেকে কুয়েতও এ সেবার আওতায় আসছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।