ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

হানিডিউ ফুড চেইনের নতুন শাখার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ৭, ২০১৪
হানিডিউ ফুড চেইনের নতুন শাখার উদ্বোধন

ঢাকা: এক্সপ্রেস ফুড ইন্ডাস্টিজ লিমিটেডের ফুড চেইন হানিডিউয়ের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে এ শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাজমুল হক খান।



স্বল্পমূল্যে মানসম্মত ও নিরাপদ খাদ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর গুলশান, বনানী, মোহাম্মদপুরের পর লিংক রোডে নতুন এ শাখাটি চালু করলো প্রতিষ্ঠানটি।

এ সময় নাজমুল হক খান বলেন, হানিডিউ খুব অল্প সময়েই কেক, পেস্ট্রি, কুকিজ ও অন্য উন্নতমানের বেকারি আইটেমের খাদ্যসামগ্রী নিয়ে ভোক্তা সাধারণের কাছে জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে।

আগামী দিনে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে হানিডিউয়ের শাখা বিস্তৃত করবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।