ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্নের

শতদল তালুকদার, অস্ট্রেলিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্নের

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন অস্ট্রেলিয়া। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ওই সংগঠনটি।

সোমবার (৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন অস্ট্রেলিয়া এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ভবিষ্যতে যেন এ ধরনের ধৃষ্টতা এবং রাষ্ট্রবিরোধী কাজ করার ন্যূনতম সাহস না পায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকার তথা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আবেদন জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ