ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনির বেলমোরে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে অপর এক বাংলাদেশি শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তার অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিনগত রাত ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত ১০টা ৪০ মিনিট) সিডনির বাংলাদেশি অধ্যুষিত ক্যান্টাবুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দু’জনকে উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপর একজনের মৃত্যু হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

নিহত একজনের নাম উৎস (২২)। তিনি ফার্স্ট গ্রুপের জেনারেল ম্যানেজার ও মিরপুর ডিওএইচএস’র বাসিন্দা এস এম হাসানের ছেলে বলে বাংলানিউজকে জানিয়েছেন উৎসের পরিবারের ঘনিষ্ঠ চন্দ্র শেখর ঘোষ।

বাকি হতাহতদের নাম-পরিচয় এখনও জানায়নি কর্তৃপক্ষ। তবে তাদের প্রত্যেকের বয়স ২০ বছর বা তার কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় তদন্ত করছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ক্যান্টাবুরি সড়ক ধরে দ্রুতগতিতে চলার সময় একটি গাড়ি টেলিগ্রাফ সংযোগের একটি খুঁটিতে আঘাত হানে। এ সময় আরও দু’টি গাড়ি একই গতিতে চলছিল।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় অন্তত ১০ জন উদ্ধারকারীও সেখানে পৌঁছান।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬/আপডেট: ০৯১০ ঘণ্টা, ১০৫৪ ঘণ্টা
টিআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ