ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের আহ্বায়ক কমিটির মতবিনিময়

শাকিল আহমেদ, সিডনি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের আহ্বায়ক কমিটির মতবিনিময়

সিডনি (অস্ট্রেলিয়া): কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও সমাজসেবকসহ সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের আহ্বায়ক কমিটি। সম্প্রতি সিডনির একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



সভায় সভাপতিত্ব করেন সিডনি প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক রেজা আরেফিন। উপস্থিত ছিলেন ‘দেশ বিদেশ’ পত্রিকার সম্পাদক ও কমিটির আহ্বায়ক বদরুল আলম এবং বিদেশ বাংলার সম্পাদক ও কমিটির সদস্য সচিব আবদুল মতিন।

সভায় আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়া ও এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন সাংবাদিক ড. নারগিছ বানু, আনিসুর রহমান, রহমত উল্লাহ, এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা রাশেদ শ্রাবণ, ড. কাইউম পারভেজ, অ্যাডভোকেট মোবারক হোসেন, রতন কুন্ড, মিল্টন হাসনাৎ, আকিদুল ইসলাম, হাছান তারেক, কাজী সুলতানা সিমি প্রমুখ।

মতবিনিময় শেষে নৈশভোজে অংশ নেন আগতরা। এরপর মিষ্টি মুখ করে নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানান কমিউনিটির বিশিষ্টজনেরা।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ