ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘নিঝুম দ্বীপের দেশ নোয়াখালীর’ মোড়ক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
‘নিঝুম দ্বীপের দেশ নোয়াখালীর’ মোড়ক উন্মোচন

নোয়াখালী: নোয়াখালী জেলার দর্শনীয় স্থান, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ নানা গৌরবময় বিষয় নিয়ে রচিত ব্র্যান্ড বুক ‘নিঝুম দ্বীপের দেশ নোয়াখালীর’ মোড়ক উন্মোচন করা হয়েছে।  

মঙ্গলাবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্র্যান্ড বুকের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ (এনডিসি)।

জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, বাংলাদেশের পুরনো ঐহিত্যবাহী একটি জেলা নোয়াখালী। এ জেলার মানুষ শিক্ষা দীক্ষা ও নানা কর্মগুণে অনেক অগ্রসর। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ নানা বিষয় নিয়ে রয়েছে নোয়াখালীর গৌরবময় অধ্যায়।

জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমান, নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কমকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।