ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের ‘বীক্ষণ ও বাহাস’র দশম পর্ব শনিবার সন্ধ্যায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
বিস্তারের ‘বীক্ষণ ও বাহাস’র দশম পর্ব শনিবার সন্ধ্যায় বীক্ষণ ও বাহাসের এবারের আসরের থিম

‘সিনে ক্লাব বিস্তার’ আয়োজিত অন্তর্জালভিত্তিক চলচ্চিত্রবিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান, ‘বীক্ষণ ও বাহাস’ এর দশম পর্ব অনুষ্ঠিত হবে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায়।

এই অধিবেশনে প্রদর্শিত হবে দেশের নতুন প্রজন্মের একটি নিরীক্ষাধর্মী স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র, ‘আই অ্যাম ইয়েট টু সি দিল্লি’-২০১৪।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এর নির্মাতা, মেধাবী চলচ্চিত্রকার হুমায়রা বিলকিস। প্রদর্শনীর পর ছবিটি নিয়ে বিশদ আলোচনা করবেন চলচ্চিত্র সমালোচক আলম খোরশেদ। সবশেষে ‘মিট দ্য ডিরেক্টর’ পর্বে থাকবে স্বয়ং পরিচালকের সঙ্গে প্রশ্নোত্তর ও মুক্তালোচনা।

অনুষ্ঠানের জুমলিংকটি নিচে দেওয়া। চাইলে এর সূত্র ধরে সরাসরি আলোচনায় অংশ নেওয়া যাবে।

https://us02web.zoom.us/j/83345153803?pwd=SDN5UEhlWDkxS3lxVmhDS1JERmZyUT09, Meeting ID: 833 4515 3803, Passcode: bistaar

এছাড়া বিস্তারের ফেসবুক গ্রুপ থেকেও এটি সরাসরি সম্প্রচারিত হবে। এর লিংক: https://www.facebook.com/chittagongartscomplex

দর্শকদের সুবিধার্থে ছবিটির একটি অন্তর্জাল সংযোগসূত্রও এখানে উল্লেখিত হলো। https://vimeo.com/134609176, Password: 0Demos

এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।