ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের ‘পাণ্ডুলিপি করে আয়োজন’ এর একাদশ পর্ব বৃহস্পতিবার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
বিস্তারের ‘পাণ্ডুলিপি করে আয়োজন’ এর একাদশ পর্ব বৃহস্পতিবার কবি আসাদ চৌধুরী/ ফাইল ফটো

ঢাকা: ‘বিস্তার সাহিত্যচক্র’ আয়োজিত সাপ্তাহিক সাহিত্যালাপের অন্তর্জাল আসর ‘পাণ্ডুলিপি করে আয়োজন’ এর একাদশ পর্ব অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায়।

এবারের আসরে অতিথি হিসেবে থাকবেন কবি আসাদ চৌধুরী।

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে সাহিত্যানুরাগী সবার সাদর আমন্ত্রণ।

এ আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক:

https://us02web.zoom.us/j/89844467198?pwd=OUpNVWFxeWFtSG9tRGJZbEM4WUdDZz09

Meeting ID: 898 4446 7198

Passcode: bistaar

আর, বিস্তারের ফেইসবুক গ্রুপ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক:

https://www.facebook.com/groups/BistaarLiteraryCircle/

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।