ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

লিও টলস্টয়ের ১৯২তম জন্মবার্ষিকী উদযাপন

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
লিও টলস্টয়ের ১৯২তম জন্মবার্ষিকী উদযাপন

ঢাকা: ঢাকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র রাশিয়ান লেখক লিও টলস্টয়ের ১৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।

এ উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) একটি অনলাইন সাহিত্য সেমিনারের আয়োজন করা হয়।

এতে সাংস্কৃতিক সংস্থা কণ্ঠশীলনের সদস্য এবং রুশভাষা কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজনে বিশিষ্ট সাংবাদিক জাহীদ রেজা নূরের তৈরি একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে টলস্টয়ের জীবন ও কর্ম সম্পর্কে বিশদ আলোচনা উঠে আসে।

অংশগ্রহণকারীরা রুশ ও বাংলা ভাষায় লিও টলস্টয়ের সাহিত্যের নির্বাচিত কিছু অংশ পাঠ করেন। একইসঙ্গে তারা সমসাময়িক সাহিত্যে রুশ লেখকদের প্রভাব সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২০
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।