ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শেষবারের মতো বাসায় ফিরলেন মুর্তজা বশীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
শেষবারের মতো বাসায় ফিরলেন মুর্তজা বশীর .

ঢাকা: শেষবারের মতো আপন নিলয়ে ফিরলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৪০মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে রাজধানীর মনিপুরি পাড়ার বাসায় নিয়ে নেওয়া হয় তার মরদেহ।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী মুর্তজা বশীর। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

বেলা একটায় এভারকেয়ার হাসপাতালে রহমতে আলম সমাজ সেবা সংস্থার ব্যবস্থাপনায় করোনা স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহের গোসল সম্পন্ন করা হয়। এরপর সরাসরি মনিপুরি পাড়ায় তার বাসায় নিয়ে যাওয়া হয়। মরদেহ পৌঁছানোর পর সেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়।

মুর্তজা বশীরের হাউজিং সোসাইটির ব্যবস্থাপনায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর বনানী কবরস্থানে স্ত্রী আমিনা বশীরের কবরের পাশে মুর্তজা বশীরকে সমাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
ডিএন/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।