ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

তারুণ্যনির্ভর ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’

হোসাইন মোহাম্মদ সাগর, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
তারুণ্যনির্ভর ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’ নাটকের দল ওপেন স্পেস থিয়েটার মঞ্চায়ন করছে ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’। ছবি: বাংলানিউজ

ঢাকা: একটি খুনের বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তার জন্য এক টেবিলে বসেছেন ১২ জন জুরি। একজন অপরাধী সত্যিই খুনের অপরাধ করেছে কিনা, তা যুক্তিসঙ্গত সন্দেহের মাধ্যমে ১২ জন জুরির বিশ্লেষণ চলে নাটক জুড়ে।

রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হলো নাটকটি। সত্যের পথে অবিচল থাকার অনন্য শিক্ষাকে কেন্দ্র করে নাটকের দল ওপেন স্পেস থিয়েটার মঞ্চায়ন করলো ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’।

কারো পকেটে সন্ধ্যার সার্কাস শো’র টিকিট, কারো অন্য কাজের তাড়া, কারো বা আজন্ম ঘৃণা বস্তির মানুষের প্রতি। নানা পেশার, নানা বয়সের এমন বিচিত্র চরিত্রের ১২ জন মানুষ বিচার করতে বসেছেন বস্তিতে বেড়ে ওঠা এক উনিশ বছরের বালকের। তার বিরুদ্ধে অভিযোগ, সে তার বাবাকে ছুরিকাঘাতে খুন করেছে।

প্রাথমিকভাবে সবাই একবাক্যে ছেলেটিকে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় দিতে প্রস্তুত। কিন্তু এতে বাঁধ সাধলেন একজন জুরি। ওই জুরি জানান যুক্তিসঙ্গত সন্দেহের অবকাশ হয়তো আছে, তাই তিনি আলোচনার আহ্বান জানান। আলোচনা চলতে থাকে যুক্তির নিরিখে।  

যুক্তির খেলায় টলে যান কেউ কেউ। মতানৈক্য বাড়ে, বিভেদ তীব্রতর হয়, বাকবিতণ্ডা চরম রূপ লাভ করে। একে একে প্রত্যেক জুরি অবস্থান বদলান, বাদ থাকেন একজন বয়োবৃদ্ধ জুরি। এক সময় তিনিও হার মানেন। মতৈক্য আসে ছেলেটিকে নির্দোষ ঘোষণার। যুক্তি-তর্কের মাধ্যমে সমাজের অনেক চিত্রকে নাটকে তুলে ধরা হয়।

রেজিনাল্ড রোজ রচিত ১৯৫৭ সালে নির্মিত বিশ্বব্যাপী সমাদৃত মার্কিন চলচ্চিত্র ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’র ছায়া অবলম্বনেই বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনী।

এম আরিফুর রহমানের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী আরিফুর রহমান, মেহেদী হাসান, এস এম মুসাব্বীর তানিম, সৈয়দ এজাজ আহমেদ, রায়হান, আহমেদ দীপ, আবু হাসান মাহি, ওয়ালিদ আদনান, এম আরিফুর রহমান, সীমান্ত হক, শরিফ এম তারিক, মো. নাজমুল হোসেন, ফাইরুজ আলম, আনিসুর রহমান রাব্বী প্রমুখ।

ওপেন স্পেস থিয়েটার দলটি গড়ে তোলার মূল কাণ্ডারি মেহজাবিন চৌধুরী জানান, নতুন এ দলটি নাট্যাঙ্গনে নতুন কিছু কাজ করবে বলেই যাত্রা শুরু করেছে। এ দলের বেশিরভাগ সদস্য এক সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড্রামাক্লাবে যুক্ত ছিলেন। বর্তমানে বিভিন্ন পেশায় যুক্ত। পাশাপাশি থিয়েটার করছেন। সামনে আরও নতুন ভাবনা নিয়ে হাজির হবে ওপেন স্পেস।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এইচএমএস/এপি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।