ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলা একাডেমিতে ‘ঢাকা লিট ফেস্ট’ ৮-১০ নভেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
বাংলা একাডেমিতে ‘ঢাকা লিট ফেস্ট’ ৮-১০ নভেম্বর

ঢাকা: অষ্টমবারের মতো আয়োজন হতে যাচ্ছে আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সহযোগিতায় যাত্রিকের আয়োজনে আগামী ৮-১০ নভেম্বর হতে যাচ্ছে এ উৎসব। 

বাংলা একাডেমি প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠেয় এই উৎসবে যোগ দেবেন দেশ-বিদেশের নানা ক্ষেত্রের আন্তর্জাতিক প্রতিভারা।

উৎসব পরিচালনায় রয়েছেন সাদাফ সায্ সিদ্দিকি, আহসান আকবর ও কাজী আনিস আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।