ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কালকিনিতে সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
কালকিনিতে সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

মাদারীপুর: প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৪তম জন্মবার্ষিকীতে তার নিজ জন্মভূমি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব মাইচপাড়া গ্রামে দুই দিনব্যাপী সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদারীপুরের স্থানীয় আবৃত্তি শিল্পীরা সুনীলের লেখা প্রখ্যাত কবিতাবলি আবৃত্তি করেন।

বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এ অয়োজনে অংশ নেন এবং গান ও নৃত্য পরিবেশন করেন।  

এছাড়াও সুনীল মেলায় পাঁচটি স্টল করা হয়েছে। এতে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গ্রন্থাবলি পাওয়া যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর ইসলাম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, পৌর মেয়র এনায়ের হোসেন হাওলাদার প্রমুখ।  

দুই বাংলার প্রখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালের ১৩ অক্টোবর উপমহাদেশের কিংবদন্তি এই লেখক পরলোক গমন করেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।