ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জাবিতে ছয় দিনব্যাপী নাট্যপার্বণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
জাবিতে ছয় দিনব্যাপী নাট্যপার্বণ জাবিতে ছয় দিনব্যাপী নাট্যপার্বণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘রৌদ্রস্নাত দিনে হোক নব সূর্যের নির্মাণ’ স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করেছে ছয় দিনব্যাপী নাট্যপার্বণ-২০১৭।

শনিবার (৩১ ডিসেম্বর) নাট্যপার্বণের আহ্বায়ক কাব্য কৃত্তিকা বাংলানিউজকে জানান, প্রতিবারে মতো এবারও ছয় দিনব্যাপী নাট্য পার্বণের আয়োজন করা হয়েছে।

নাট্যপার্বণের প্রথম দিনে রোববার (০১ জানুয়ারি) সমন্বয় থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘সোনার মেডেল’।

দ্বিতীয় দিন সোমবার (০২ জানুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘ম্যাসাকার’।   তৃতীয় দিন মঙ্গলবার (০৩ জানুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘প্রাগৈতিহাসিক’।

চতুর্থদিন বুধবার (০৪ জানুযারি) তীরন্দাজ রিপারেটরির প্রযোজনায় থাকছে নাটক  ‘কণ্ঠনালীতে সূর্য’। পঞ্চম দিন বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘বাজাও পাঞ্চজন্য’।

অনুষ্ঠানের সমাপনী দিনে থাকছে মনিপুরী থিয়েটারের প্রযোজনায় নাটক ‘ইঙাল আঁধার পালা’। এছাড়া গুণীজন ও নাট্যজন সম্মাননা দেওয়া হবে।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে নাটকগুলো মঞ্চস্থ হবে।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬

এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।