ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির ২০১৬-১৭ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

মো. আবির মিয়াকে সাধারণ সম্পাদক ও এ টি এম ওয়াসিম সাজ্জাদ তানভীরকে সহ-সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০১৬-১৭ সালের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে দায়িত্বে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক বিশাখা মহন্ত মৌ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সিফাত, অর্থ সম্পাদক সাদিয়া আফরিন তন্বী, দপ্তর সম্পাদক আশিফা সুলতানা আশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়মা আজাদ সামি, গ্রন্থাগার সম্পাদক সরওয়ার কায়সার।

এছাড়া কার্যকরী সদস্য হলেন অমিত রায় ও আমানুল ইসলাম লিমন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।