ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঢাবিতে কবি পুশকিনের প্রতিকৃতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুন ৭, ২০১৬
ঢাবিতে কবি পুশকিনের প্রতিকৃতি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে রাশিয়ার জাতীয় কবি আলেকসান্দর পুশকিনের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুন) বিকেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কবির এ প্রতিকৃতি স্থাপন করেন।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, আলেকসান্দর পুশকিন শুধু রুশ সাহিত্যের নয়, বিশ্ব সাহিত্যের মহান ব্যক্তিত্ব। এ মহান ব্যক্তিত্বের যে অবদান তা অনস্বীকার্য। এ দেশে রুশ সাহিত্যের নিখুত চর্চা হয়। এর মধ্যে অন্যতম পুশকিন।

‘ঐতিহ্যগতভাবে রাশিয়া আমাদের বন্ধুপ্রতিম দেশ। এ বন্ধুত্ব মুক্তিযুদ্ধের সময়ে শুরু হয়েছে। পরবর্তীতে সরকার গঠনেও রাশিয়া আমাদের সহায়তা দিয়েছে। এই অকুণ্ঠ সমর্থন দেশের জনগণ আজও স্মরণ করে। ’

তিনি বলেন, কবি পুশকিনের প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে এ দেশে রুশ সাহিত্য চর্চা আরও বাড়বে। একই সঙ্গে এ সাহিত্য চর্চায় রাশিয়ান ভাষারও চর্চা হবে।

এ সময় ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মানববাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদ‍ূত আলেকসান্দর আই ইগনাতভ, ইউনিয়ন অব রাশিয়ান রাইটার্সেন সচিব আইগর নভোসেলভ, রাশিয়ান সেন্টার অব সায়েন্স অ্যান্ড ক্যালচার ইন ঢাকার পরিচালক আলেকসান্দর ডেমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এমসি/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।