ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মন্টেনিগ্রো ওয়ার্ল্ড আর্ট গেমসে যোগ দিচ্ছেন লায়লা শারমিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ৩, ২০১৬
মন্টেনিগ্রো ওয়ার্ল্ড আর্ট গেমসে যোগ দিচ্ছেন লায়লা শারমিন

ঢাকা: ভূমধ্যসাগরীয় অঞ্চলের মুক্তা বলে পরিচিত মন্টেনিগ্রোতে অনুষ্ঠিতব্য ৯ দিনব্যাপী তৃতীয় ওয়ার্ল্ড আর্ট গেমস এ অংশ নিচ্ছেন চিত্রশিল্পী লায়লা শারমিন। কাগজের ওপর মিক্স মিডিয়ায় রচিত সাম্প্রতিক চিত্রকর্মগুলো স্থান পাচ্ছে এই প্রদর্শনীতে।

আগামী ৪ মে দেশের প্রাচীনতম আর্ট ইনস্টিটিউট গ্যালারি অব অ্যাসোসিয়েশন অব ভিজ্যুয়াল আর্টিস্টস অব মন্টেনিগ্রোতে উদ্বোধনের পর প্রদর্শনীটি সুটোমোর ও কোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করবে।

টোকিও ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার, বার্সেলোনা আর্ট ফেয়ার, আর্ট শপিং (ক্যারুসেল ড্যু লুভার, প্যারিস), আর্ট এক্সপো নিউইয়র্ক, ইজমির বাইয়েনিয়্যাল (তুরস্ক), এফেক্টো বাইয়েনিয়্যালসহ (মেক্সিকো) বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রদর্শনীসহ ৬০টির অধিক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। এককচিত্র প্রদর্শনী হয়েছে ১১টি।

বর্তমানে ঢাকার হায়াসিন্থ গার্ডেন গ্যালারির পরিচালক লায়লা শারমিনের চিত্রকর্ম তুরস্কের ইজমির জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ ব্যাংক, গ্রামীণ ফোনসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সংগ্রহশালায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। (খবর বিজ্ঞপ্তি)

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এসআই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।