ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলা একাডেমিতে এপ্রিলভর দেখুন মঞ্চ নাটক

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
শিল্পকলা একাডেমিতে এপ্রিলভর দেখুন মঞ্চ নাটক

ঢাকা: দরজায় কড়া নাড়ছে নতুন মাস এপ্রিল, আর বাংলা নতুন বছর ১৪২৩। এপ্রিলের মাঝামাঝিতে রয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

আর পুরো মাসকে উৎসব মুখর রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে থাকছে মঞ্চ নাটক।

 

একাডেমির জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হলে পহেলা এপ্রিল দেখুন প্রাঙ্গণেমোর দলের কনডেমন্ড সেল, দুই এপ্রিল থিয়েটার (বেইলী রোড) দলের মায়া নদী/কুহকজাল, তিন এপ্রিল ঢাকা পদাতিক দলের হেফাজত/পাইচো চোরের কিচ্ছা, পাঁচ এপ্রিল অঙ্গীকার নাট্যদলের এক তারা, ছয় এপ্রিল থিয়েটার আর্ট ইউনিটের না মানুষী জমিন, সাত থেকে ১১ এপ্রিল সৈয়দ বদরুদ্দীন হোসেন স্মৃতি উৎসবে দেখুন গোড়ায় গলদ (ভারত)/ কাল রাত্রি/ দেওয়ান গাজীর কিস্সা/ গহর বাদশা ও বানেছা পরী/ পূর্ণজনম (ভারত), ১২ এপ্রিল প্রাচ্যনাটের কইন্যা, ১৩ এপ্রিল আরণ্যক নাট্যদলের ভঙ্গবঙ্গ, ১৮ এপ্রিল ঢাকা থিয়েটারের ধাবমান।

এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তিন এপ্রিল দেখুন তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের নাটক চাকা পাঠ, চার এপ্রিল লোক নাট্যদলের (টিএসসি) নাটক হুল, পাঁচ এপ্রিল নাগরিক নাট্যাঙ্গন অনাসম্বলের নাটক তোরা সব জয়ধ্বনি কর, ছয় এপ্রিল ঢাকা থিয়েটারের নাটক বিনোদিনী, সাত থেকে ১১ এপ্রিল সৈয়দ বদরুদ্দীন হোসেন স্মৃতি নাট্যোৎসবে মুল্লুক/ নীলাখ্যান/ সেই রাতে পূর্ণিমা ছিল/ বন্ধুক যুদ্ধ ও গাধার হাট/ আমি ও রবীন্দ্রনাথ, ১২ এপ্রিল থিয়েটারের (বেইলী রোড) নাটক মায়া নদী/মেরাজ ফকিরের মা, ১৩ এপ্রিল তীরন্দাজ দলের বিসর্জন, ১৪ এপ্রিল নাট্যতীর্থের কঙ্কাল, ১৫ এপ্রিল লোক নাট্যদলের (বনানী) নাটক বৈকুণ্ঠের খাতা, ১৬ এপ্রিল নাগরিক নাট্য সম্প্রদায়ের দেওয়ান গাজীর কিস্সা, ১৭ এপ্রিল ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ফিরে দেখা, ১৮ এপ্রিল উদীচী নাটক বিভাগের বৌ বসন্তি, ১৯ এপ্রিল সময়ের নাটক শেষ সংলাপ, ২০ এপ্রিল আরণ্যক নাট্যদলের রাঢ়াঙ, ২১ এপ্রিল লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) সোনাই মাধব, ২২ এপ্রিল শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ইরফরমার, ২৮ এপ্রিল দেশ নাটকের সুরগাও, ২৯ এপ্রিল শায়েস্তাগঞ্জ থিয়েটারের একটি আষাড়ের স্বপ্ন, ৩০ এপ্রিল চলন নাটুয়ার নবাব সিরাজউদ্দৌলা।

স্টুডিও থিয়েটার হলে পহেলা এপ্রিল সুবচন নাট্য সংসদের মহাজনের নাও, দুই এপ্রিল আরণ্যক নাট্যদলের কবর, তিন এপ্রিল ঢাকা আর্ট থিয়েটারের সমাজের তিন চরিত্র, চার এপ্রিল অবয়ব নাট্যদলের ফেরিওয়ালা, ছয় এপ্রিল আ. আ. মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর গোডোর প্রতীক্ষায়, সাত এপ্রিল ম্যাড থেটারের নদ্দিউ নতিম, আট এপ্রিল নাট্যকেন্দ্রের বন্দুক যুদ্ধ ও গাধার হাট, নয় এপ্রিল নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের আমি বীরঙ্গনা বলছি, ১০ এপ্রিল মুক্তালয় নাট্যাঙ্গনের এ যুগের আলাদিন, ১১ এপ্রিল নাটুকে থিয়েটার গ্রুপেরঠাকুর ঘরে কে রে, ১২ এপ্রিল নন্দন কাননের তাহাদের কথা, ১৩ এপ্রিল নাট্যবেদের কমলাকান্ত, ১৪ এপ্রিল দৃষ্টিপাত নাট্যদলের বুড়ো ভূতের গপ্পো, ১৫ এপ্রিল নাগরিক নাট্য সম্প্রদায়ের নাম-গোত্রহীন মান্টোর মেয়েরা, ১৬ এপ্রিল প্যান্টোমাইম ম্যুভমেন্ট’র চ্যাপলিন-মার্সো মাইম উৎসব, ১৭ এপ্রিল    প্রাকৃতজনের প্রেমপত্র, ১৮ এপ্রিল প্রাচ্যনাটের মায়ের মুখ, ১৯ এপ্রিল নাট্যধারার আয়না বিবির পালা, ২০ এপ্রিল নাট্যপুরাণের অমাবস্যা, ২১ এপ্রিল নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জা.বি’র কারবালার জারি, ২২ এপ্রিল বটতলার দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া, ২৩ এপ্রিল স্বপ্নদলের চিত্রাঙ্গদা, ২৪ এপ্রিল লোক নাট্যদলের (বনানী) সোনাই মাধব, ২৭ এপ্রিল মতিঝিল থিয়েটারের (সার্কেল) ক্যাপ, ২৮ এপ্রিল    থিয়েটারের (তোপখানা) যুদ্ধ এবং যুদ্ধ, ২৯ এপ্রিল মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রমিথিউস, ৩০ এপ্রিল নাট্যতীর্থের দ্বীপ নাটক পরিবেশিত হবে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।