ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান

হয়ে গেল সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান অনুষ্ঠান। শনিবার (৫ মার্চ) তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে কবি, লেখক, প্রকাশকসহ সংশ্লিষ্ট বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।



এবার ‘ক’ শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা বিভাগে চন্দ্রাবতী থেকে প্রকাশিত আবুল মাল আবদুল মুহিতের ‘সোনালি দিনগুলি’ এবং জার্নিম্যান থেকে প্রকাশিত মুনতাসীর মামুনের ‘ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর’, উপন্যাসে কথাপ্রকাশ থেকে প্রকাশিত সেলিনা হোসেন-এর ‘নিঃসঙ্গতার মুখর সময়’, শিশুসাহিত্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত আসলাম সানীর ‘নির্বাচিত ১০০ ছড়া’, কবিতায় যৌথভাবে সময় থেকে প্রকাশিত পিয়াস মজিদ-এর ‘কবিকে নিয়ে কবিতা’ ও চৈতন্য থেকে প্রকাশিত মুজিব ইরম-এর ‘শ্রীহট্টকীর্তন’ পুরস্কার পেয়েছে।

‘খ’ শাখায় (জীবনের প্রথম বই ক্যাটাগরিতে) জনান্তিক থেকে  প্রকাশিত এহ্সান হাফিজ-এর ‘এ ও সে ও’ পুরস্কার পেয়েছে।

উল্লেখ্য, সিটি ব্যাংক এনএ’র সহায়তায় ২০০৮ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। ‘ক’ শাখায় প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩০ হাজার টাকা ও একটি ক্রেস্ট এবং ‘খ’ শাখায় পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।



বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
টিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।