ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি আবদুল হাই শিকদারের জন্মদিন শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
কবি আবদুল হাই শিকদারের জন্মদিন শুক্রবার ছবি: আবদুল হাই শিকদার

ঢাকা: কবি, কলাম লেখক, নজরুল গবেষক, শিক্ষক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি (ডিইউজে) আবদুল হাই শিকদারের ৬০তম জন্মদিন শুক্রবার (১ জানুয়ারি)।

এ উপলক্ষে আবৃত্তি সংগঠন ‘পুবের হাওয়া বাংলাদেশ’ কবির রাজধানীর মিরপুরের বাসভবনে আয়োজন করেছে ফুলেল শুভেচ্ছা প্রদান, নিবেদিত কবিতা ও কবির কবিতা থেকে আবৃত্তি অনুষ্ঠানের।



বিকেল ৩টা থেকে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে কবির শুভানুধ্যায়ী ও ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে পুবের হাওয়া বাংলাদেশ।

আবদুল হাই শিকদার ১৯৫৭ সালের ১ জানুয়ারি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরে গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কৃষিবিদ বাবা ওয়াজেদ আলী এবং মা হালিমা খাতুন দু’জনই ছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর শিক্ষার্থী।

কবিতা, কলাম, গল্প, শিশু সাহিত্য, গবেষণা, সম্পাদনা, সাংবাদিকতাসহ সাহিত্যের সব শাখাতেই আবদুল হাই শিকদার রেখেছেন তার প্রতিভার স্বাক্ষর। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থসংখ্যা শতাধিক।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।