ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীতে রাজবাড়ীতে আলোচনা সভা

নি‍উজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীতে রাজবাড়ীতে আলোচনা সভা লেখক মীর মশাররফ হোসেন

ঢাকা: বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৯শে কার্তিক ১৪২২ (১৩ই নভেম্বর) শুক্রবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীস্থ মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানের উদ্বোধন-পর্বে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ আবদুল হাই।

আলোচনায় অংশ নেবেন বালিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বিনয় কুমার চক্রবর্তী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম। সভাপতিত্ব করবেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম খান।

সকাল সাড়ে দশটায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রধান করবেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ। মীর মশাররফ হোসেন বিষয়ক প্রবন্ধ পাঠ করবেন ড. সৈয়দ জামিল আহমেদ। আলোচনায় অংশ নেবেন আলোকচিত্রী নাসির আলী মামুন, অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা খান এবং অধ্যক্ষ মো. কামাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ফকীর আবদুর রশিদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। ধন্যবাদ জ্ঞাপন করবেন বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান।

বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানান বাংলা একাডেমির উপপরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।