ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিশু একাডেমিতে শিশু লেখকদের কর্মশালা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
শিশু একাডেমিতে শিশু লেখকদের কর্মশালা

শিশু-কিশোরদের লেখালেখি বিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমি। এতে সহযোগিতা করছে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিশুদের পাতা কচি-কাঁচার আসর।



২৫ ও ২৬ জুন—দুই দিনের এই কর্মশালায় শিশুদের নিয়ে গল্প ছড়া কবিতা লেখালেখির প্রাথমিক ধারণা ও অভিজ্ঞতা বিনিময় করবেন সেলিনা হোসেন, টোকন ঠাকুর, চঞ্চল আশরাফ ও শোয়েব সর্বনাম।

কর্মশালায় অংশগ্রহণকারী সেরা ১০ জনের লেখা বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত মাসিক শিশু ও দৈনিক ইত্তেফাক-এর ‘কচি-কাঁচার আসর’-এ প্রকাশিত হবে।

অংশগ্রহণকারী সবার জন্য থাকবে বিশেষ শুভেচ্ছা পুরস্কার। কর্মশালায় অংশ নিতে যোগাযোগ করতে হবে বাংলাদেশ শিশু একাডেমিতে, ০১৭১৫২৬৭৩৮৩ নম্বরে। কর্মশালা চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।



বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।