ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুটি কবিতা | সাদিকা রুমন

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
দুটি কবিতা | সাদিকা রুমন

তুমি ও জীবন মিলে সার্কাস টিম

তোমার নিভাঁজ অবয়বে
কোনখানে নেই আহত সংরাগ লেশ
রোদ ছেনে ওড়া রুপোলি পায়রাগুলো
গল্পকথার এক যাযাবর ছবি
আগুনের হলকা পাশে
বোকা বোকা পোকাদের নিরর্থ সমাধি
ইতিহাসমুখী নয়—যেহেতু তাদের
জন্ম ও আত্মাহুতি মাঝে
মখমলে মোড়া কোনও হাতছানি নেই।

তুমি ও জীবন মিলে এক সার্কাস টিম
হাসি ও কান্নার মত বাহারি অভিধা আছে,
আছে বেদনাতরল,
উপরন্তু  সত্যের চেয়েও অধিক দাপটে
তোমারও মুখে লেপ্টে আছে
বারবনিতার মুখের মত চটচটে রঙের প্রলেপ!


অন্তর্লীন

হয়ত ওপারেই গচ্ছিত রয়েছো সবুজ আলোয়
মেঘের আড়াল নিয়ে দিব্যি লুকিয়ে নিয়েছো চোখ;
 
ছেঁড়া ছেঁড়া হাসি-কথা-কুশলের ফাঁকে
চেনা গলি থেকে প্রায়শ হারিয়ে যাও
জাদুর কাঠির খোঁজে, যেন জানা পথে
অচেনা গন্তব্য মুখে ছোটা
অথবা গন্তব্যহীনে।


উদ্ভ্রান্ত সন্ধেবেলায় সাদা দেয়ালের
রোমে রোমে খুঁজে ফের কাঁঠালি চাঁপার রঙ
বিষণ্ন আলাপচারিতা সেরে ঘুম-অঘুমের
মধ্যবর্তী ঘোরে পেণ্ডুলামের মতই দুলতে থাকে
আধো আলো আধো অন্ধকার রূপকথার দেশ
 
না মেলানো অজস্র হিসেব নিয়ে দৈনন্দিনে
জেগে ওঠো ফের। রাজকুমারী-পঙ্খীরাজ ফেলে
ঘাম মুছতে মুছতে ফিরে আসো
সুদক্ষ সারথি সাজে—
অনাবিল হাসি মেখে মুখে
ডাল-ভাত-নুনে করো অবিরাম সমঝোতা।



বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।