ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাঙালির প্রাণের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করতে মঞ্চে আসন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় বাংলা একাডেমি চত্ত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অমর একুশে গ্রন্থমেলা’২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বইমেলার পাশাপাশি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে গ্রন্থমেলা পরিদর্শন করবেন তিনি।

এরপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে মহান একুশের চেতনালালিত মাসব্যাপী এ মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলা একাডেমির সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

একই মঞ্চে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে আসা বিদেশি অতিথিদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জার্মানির সাহিত্যিক হান্স হার্ডার, ফরাসি লেখক ফ্রাঁস ভট্টাচার্য, বেলজিয়ামের সাহিত্যিক ফাদার দ্যতিয়েন এবং ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গবেষক ও ভাষাবিদ ড. পবিত্র সরকার।

এবারও মেলা সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্ত্বরে দু’ভাগে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর মেলায় মোট ৩শ’ ৫১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা প্রাঙ্গণে মোট ৫শ’ ৬৫টি ইউনিট ও ১১টি প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে মোট ২৯৫টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানের ৪৭৫ ইউনিট স্টল রয়েছে। ১০টি প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ননের জন্য নির্বাচন করা হয়েছে। আরও শতাধিক প্রতিষ্ঠান মূল একাডেমি অঙ্গনে স্টল করেছে।

এবার মেলা প্রাঙ্গণে শিশুদের খেলাধুলার জন্য একটি বিনোদন কেন্দ্রেরও ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।