ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘কবি জসীম উদ্‌দীন সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি মোহাম্মদ রফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
‘কবি জসীম উদ্‌দীন সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি মোহাম্মদ রফিক

ঢাকা: বাংলা একাডেমি প্রবর্তিত দ্বি-বার্ষিক পুরস্কার ‘কবি জসীম উদ্‌দীন সাহিত্য পুরস্কার ২০২৩’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট কবি মোহাম্মদ রফিক।

রোববার (১ জানুয়ারি) বাংলা একাডেমির উপ পরিচালক মোহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলা সাহিত্যের বরেণ্য কবি জসীম উদ্‌দীনের জন্মদিন ১ জানুয়ারিতে দ্বি-বার্ষিকভাবে বাংলা একাডেমি এ পুরস্কার ঘোষণা করে থাকে। এই পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অমর একুশে বইমেলা ২০২৩- এর সমাপনী অনুষ্ঠানে ‘কবি জসীম উদ্‌দীন সাহিত্য পুরস্কার ২০২৩’ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।