ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বিবিএফের সভাপতি কামাল, সা. সম্পাদক আবু বকর

মোহাম্মদ ইরফানুল ইসলাম, আমিরাত থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
আমিরাতে বিবিএফের সভাপতি কামাল, সা. সম্পাদক আবু বকর

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ), আমিরাতের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কামাল হোসাইন সুমন ও আবু বকর ছিদ্দিক পুনর্নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিবিএফের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

করোনা পরিস্থিতি বিবেচনায় ও আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে অনলাইনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৪ ফেব্রুয়ারি থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪টা শেষ হয়।

সভাপতি পদে কামাল হোসাইন সুমন ৯১ শতাংশ ও সাধারণ সম্পাদক পদে আবুবকর ছিদ্দিক ৮৪ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।

নির্বাচনী ফলাফল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার ইসমাইল গণি চৌধুরী, নির্বাচন কমিশনার তরিকুল ইসলাম শামীম, মিহির ব্রাগনোরা, জাফর চৌধুরী, জসিম উদ্দিন মল্লিক, মোহাম্মদ আব্বাস, ইব্রাহীম ওসমান, মুনসুর মোহাম্মদ খলিল, আহসান হাবীব, আবদুস সাত্তার, সাংবাদিক মোহাম্মদ রফিক উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ