ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে শারদীয় দ‍ুর্গা উৎসব

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আমিরাতে শারদীয় দ‍ুর্গা উৎসব

আবুধাবি: সংযুক্ত আরব-আমিরাতে বাংলাদেশি প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে আল-আইন শ্রী শ্রী লোকনাথ মন্দির।

শুক্রবার (০৭ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আমিরাতের রাজধানী আবুধাবির গ্রিনসিটি আল-আইন ফুড ওয়ার্ল্ড রেস্টুরেন্টের হলরুমে শুরু হয় দুর্গা উৎসব।

প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ২টা পর্যন্ত চলে উৎসব আয়োজন। এক পাশে পূজা, অন্যপাশে সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্মীয় বিভিন্ন গান পরিবেশন করেন প্রবাসী সনাতন ধর্মবলম্বী শিল্পীরা।

এছাড়া বিজয়া দশমী উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। প্রতিদিন অনুষ্ঠান শেষে প্রায় চার হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে বিজয়া দমশীতে মা’ দুর্গার প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় এই আয়োজন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ