ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

ঈদে আমিরাতে বাংলাদেশি দুইটি স্কুল ৯দিন বন্ধ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
ঈদে আমিরাতে বাংলাদেশি দুইটি স্কুল ৯দিন বন্ধ

আমিরাত: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন যাইদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ও রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ সাপ্তাহিক ছুটিসহ নয় দিনের ছুটির তারিখ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) আবুধাবি স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান ও রাস আল খাইমাহ স্কুল কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তারা বাংলানিউজকে বলেন, শুক্রবার (০৯ সেপ্টেম্বর) থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত বন্ধ থাকবে। পুনরায় আগামী (১৮ সেপ্টেম্বর) রোববার থেকে স্কুলের কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময় ০৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ