ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ঈদের সরকারি ছুটি শুরু ৯ সেপ্টেম্বর

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
আমিরাতে ঈদের সরকারি ছুটি শুরু ৯ সেপ্টেম্বর

দুবাই: ঈদ-উল আযহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটিসহ নয়দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বেসরকারি সেক্টরের জন্য ছুটি থাকছে তিনদিন।

 

সরকারি সেক্টরে আগামী ৯ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ১৭ সেপ্টেম্বর (শনিবার)। আর বেসরকারি সেক্টরে ছুটি থাকবে ১১ সেপ্টেম্বর (রোববার) থেকে ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত।

আমিরাত মন্ত্রিসভার বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম তার অফিসিয়াল টুইটারের মাধ্যমে সরকারি সেক্টরে ছুটির  ঘোষণা দেন।

অন্যদিকে মানবসম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটারের মাধ্যমে বেসরকারি সেক্টরের ছুটির তারিখ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ