ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে প্রিপেইড অফারে ১০ লাখ দিরহাম জিতলেন শ্রমিক

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
আমিরাতে প্রিপেইড অফারে ১০ লাখ দিরহাম জিতলেন শ্রমিক

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে টেলিকম অপারেটর ‘ডু’ এর প্রিপেইড বান্ডল অফার ডায়াল করে এক মিলিয়ন (১০ লাখ) দিরহাম জিতলেন আতিফ নিজাম চৌধুরী নামে এক শ্রমিক।

দুবাই আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রে বেসরকারি কোম্পানিতে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন পাকিস্তানি বংশোদ্ভূত এ শ্রমিক।

আমিরাতে গত সাত বছর ধরে বসবাস করছেন তিনি।

গত বুধবার (২০ জুলাই) অনুষ্ঠানের মাধ্যমে আতিফ নিজাম চৌধুরীর হাতে উক্ত চেক হস্তান্তর করেন ‘ডু’ টেলিকম অপারেটরের চিফ কমার্শিয়াল অফিসার ফাহাদ আল হাসসাওই। ‍

এ সময় আতিফ নিজাম চৌধুরী বলেন, কখনই ভাবিনি যে আমি এত বড় পুরস্কার পাবো। সত্যিই আমি অনেক ভাগ্যবান। এই পুরস্কারের মাধ্যমে আমার এবং আমার পরিবারের ভাগ্য পরিবর্তন করতে পারবো।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ