ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাস দুর্ঘটনায় ১২ এশিয়ান আহত

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
আমিরাতে বাস দুর্ঘটনায় ১২ এশিয়ান আহত ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাস দুর্ঘটনায় ১২ জন এশিয়ান শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (১৩ জুলাই) সকালে রাস আল খাইমায় বাসে করে ভ্রমণ করার এ দুর্ঘটনা ঘটে।

আমিরাতের ট্রাফিক ও পেট্রোল বিভাগের পরিচালক কর্নেল আলি সাঈদ আল আলকিম জানান, প্রাথমিক তদন্ত দেখ‍া গেছে বাসটি ভ্রমণকালে চালকের  অমনোযোগিতার কারণে একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১২ জন এশিয়ান শ্রমিক আহত হন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ