ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে চট্টগ্রাম আবাহনীকে অভিনন্দন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ১৩, ২০১৬
আমিরাতে চট্টগ্রাম আবাহনীকে অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: ইতিহাস গড়ে স্বাধীনতা কাপে ঢাকা আবাহনী থেকে চট্টগ্রাম আবহানী ২-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়ে আলোচনা সভা করেছে আমিরাত চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠী।

বৃহস্পতিবার (১২ মে) রাজধানী আবুধাবীর গ্রিন দরবার হোটেলের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রফিকুল ইসলাম।

সচিব বেলায়ত হোসেন হিরু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিনিউটি নেতা আব্দুল মোতালেব,  জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুর রাজ্জাক মোল্লা, বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিছুল হাসান, মহিউদ্দিন, রফিক উল্লাহ, ফজলুল কাদের আজীম, নিমাই সরকার, কবি মুছা প্রমুখ।  

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে বিজয় উৎসব উদযাপন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১৩, ২০১৬
আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ