ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ফ্রি মেডিকেল ক্যাম্প

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
আমিরাতে ফ্রি মেডিকেল ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে প্রবাসীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া দিয়েছে বাংলাদেশ সমিতি।  

শুক্রবার (২৯ এপ্রিল) আবুধাবী বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের কার্যালয়ে এ সেবা দেওয়া হয়।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন।

আবুধাবীর আল-আহলিয়া হাসপাতালের ১৫ জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।

এ সময় অন্যদের মধ্যে কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল, প্রফেসর হাবিব উল্লাহ খোন্দকার, বাংলাদেশ ইসলামিয়া স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আশীষ বড়ুয়া, জাকের হোসেন খতিবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
জিসিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ