ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাংলাদেশ সমিতির বাংলা নববর্ষ উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
আমিরাতে বাংলাদেশ সমিতির বাংলা নববর্ষ উদযাপন

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বাংলা নববর্ষ ১৪২৩ বঙ্গাব্দ উদযাপন করেছে বাংলাদেশ সমিতি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শারজাহ রেডিসন ব্লু  হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান।

বাংলা নতুন বছর ১৪২৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সরাফত আলী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুবাই পুলিশের জেনারেল কো-অর্ডিনেশন কোয়ালিটি কর্মকর্তা ইব্রাহিম আল ফারাসী, উম্ম আল কোয়েন পুলিশের হেড অব কমিউনিটি ক্যাপ্টেন নাছের সুলতান বিন ইউছুফ, দুবাই কনস্যুলেটের কাউন্সিলর (লেবার) এএসএম জাকির হোসেন, ইউএই বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির প্রধান উপদেষ্টা প্রকৌশলী রফিক শিকদার, ইউএই বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, আবুধাবী জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ সমিতি শারজার সহ-সভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, কমিউনিটি নেতা নুর মোহাম্মদ।

এসময় উপস্থিত অতিথিদের হাতে স্বাধীনতা দিবসের সম্মাননা পদক এবং বার্ষিক ম্যাগাজিন দুর্জয়-৭ এর তুলে দেওয়অ হয়।

পরে আবুধাবি ও দুবাইয়ের স্থানীয় শিল্পীরা সঙ্গীত এবং বাঁধন থিয়েটার ও অ্যান্টিভাইরাস টিম দু’টি নাটক পরিবেশন করে।

পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান, আজাদ লালন, ইমাম হোসেন পারভেজ, জাহাঙ্গীর আলম রুপু, আব্দুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এনএইচএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ