ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাত দূতাবাসে মুজিবনগর দিবস পালিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
আমিরাত দূতাবাসে মুজিবনগর দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাত আবুধাবি বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) দূতাবাস মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পরাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়।

এসময় আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আবুধাবি জনতা ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন, যুবলীগের সদস্য সচিব তৌহিদুল ইসলাম ফিরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ