ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে স্বাধীনতা গোল্ডকাপে কর্ণফুলী-সুরমা একাদশ ফাইনাল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
আমিরাতে স্বাধীনতা গোল্ডকাপে কর্ণফুলী-সুরমা একাদশ ফাইনাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে কর্ণফুলী একাদশ ও সুরমা একাদশ।

 

শুক্রবার (১৫ এপ্রিল) আমিরাতের প্রদেশ উম্মে আল কুয়াইনের স্থানীয় একটি মাঠে দুই সেমিফাইনালে জিতে এ যোগ্যতা অর্জন করে দল দু’টি।

প্রথম সেমিফাইনালে গোমতী একাদশকে ৪-০ ব্যবধানে হারিয়ে জিতে যায় কর্ণফুলী একাদশ। অপর খেলায় বুড়িগঙ্গা একাদশকে ১-০ ব্যবধানে হারিয়ে বিজয়ের উল্লাসে মাতে সুরমা একাদশ।

গত মার্চে শুরু হওয়া এ টুর্নামেন্টে ১০টি দল অংশ নেয়। তিন গ্রুপে বিভক্ত হয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আগামীতে সবার সহযোগিতা পেলে আরও বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ