ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে মীরসরাই সমিতির প্রতিবাদ সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আমিরাতে মীরসরাই সমিতির প্রতিবাদ সভা

শারজাহ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে ডা. আফসারুল আমিন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করায় আমিরাতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শারজাহর স্থানীয় একটি হোটেলে সংযুক্ত আরব আমিরাত মীরসরাই সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে সঞ্চালনা করেন আরব আমিরাত মীরসরাই সমিতির সাধারণ সম্পাদক এমএ তাহের ভূইয়া।

বক্তব্য রাখেন আবুল হাসেম ভূইঞা, শেখ মোছলেম উদ্দিন, মো. জাহিদ, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহেদ আনোয়ার, মেজবাহ উদ্দিন প্রমুখ।  

বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রাজনীতিতে একজন পরীক্ষিত নেতা।   তার সঙ্গে এ ধরনের আচরণ ভবিষ্যতে কোনোভাবেই বরদাস্ত করা হবে না।  

নেতাকর্মীরা দল ও সরকারের উচ্চ মহলের কাছে এ ন্যাক্কারজনক ঘটনার বিচারের দাবি জানান।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো. জাফরুল্লা, আবুল হাসেম ভূইঞা, শেখ মোছলেম উদ্দিন, মো. জাহিদ, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহেদ আনোয়ার, মেজবাহ উদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ